শ্রীমঙ্গল প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা এ এন এম ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক, নিসচার আজীবন সদস্য ও নিসচার উপদেষ্টা ডা. হরিপদ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার।
কম্বল বিতরণ ও আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অর্জুন ঘোষ, নিসচার দপ্তর সম্পাদক দুলু মিয়া, শিক্ষক আবুল কাশেম প্রমুখ।
Development by: webnewsdesign.com