শ্রীমঙ্গলে শাবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৪:৫৪ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে শাবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
apps

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা সম্প্রতি শ্রীমঙ্গলস্থ গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ – এ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি চৌধুরী মোহম্মদ রিয়াজ্জুজামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরীর এর সঞ্চালনায় বিগত বছরের কার্যক্রম উপস্থাপন করা হয়।

এতে বিগত কমিটি সমূহের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দীন আহমেদ অ্যানুয়াল রিপোর্টের মোড়ক এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন ।

জমকালো এ অনুষ্ঠানে নির্বাচন কমিশন কর্তৃক মো. মুনিম আহমদকে সভাপতি ও ধ্রুবজ্যোতি চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করে অন্যান্য পদের নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়। নামাজ ও মধ্যাহ্ন ভোজ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষর্থীরা কবিতা আবৃতি ও সঙ্গীত পরিবেশন করেন।

Development by: webnewsdesign.com