সিলেটের মৌলভীবাজার শ্রীমঙ্গলের লায়েক মিয়ার ছেলে পলাশ (৩০) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের চোরাচালানের আদান-প্রদান করে আসিতেছে। হবিগঞ্জ রোডের শ্রীমঙ্গলের কামার গলিতে পলাশের একটি দোকান রয়েছে। যার নাম পলাশ এন্টারপ্রাইজ।
এই দোকান থেকে মাছে ও ফলে ফরমালিং ব্যবহার করা হয়। যেগুলো মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক। এই জায়গা থেকে নিষিদ্ধ বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য আদান-প্রদান করা হয়।
গত ৪ ফেব্রুয়ারী ২০২১ মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৪ শত কেজি নিষিদ্ধ পলিথিনের চালান কমলগঞ্জ থানা এলাকা থেকে পলাশের একটি চোরাচালানের গাড়ী আটক করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি ঢের পেয়ে চোরাকারবারি পলাশ পালিয়ে যায়।
পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) গাড়ী চালককে আটক করে এবং পলাশ ও গ্রেফতারকৃত গাড়ী চালকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলার নং- ১ (০৪-০২-২০২১)।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
বাংলাদেশ মিডিয়া/-০৭
Development by: webnewsdesign.com