মৌলভীবাজার শ্রীমঙ্গলে একটি কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল পণ্য এবং এসব পণ্য তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ৯ টায় শ্রীমঙ্গল শহরের নকল পণ্যের কারখানায় অভিযান চালিয়ে ভেজাল পণ্য উৎপাদনকারী কারখানার মালিক
মো.হাবিবুর রহমানকে আটক করা হয়।
এসময় কারখানায় থাকা নকল সরিষা তেল, আগর বাতি, গোলাপজল, ম্যাংগ জুশ, চকলেটসহ বিভিন্ন ধরনের নকল পণ্য এবং এসব পণ্য তৈরির
সরঞ্জামসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবীর, ওসি (অপারেশন) নয়ন কারকুন, ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ শ্রীমঙ্গল
থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে যাচাই করে অভিযান চালিয়ে নকল পণ্য তৈরির প্রমাণ পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানটির মালিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Development by: webnewsdesign.com