মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়া বাজারের লামুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নেহারুন বেগম (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী এনা পরিবহনের দ্রুতগামী একটি বাস নেহারুন বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
নিহত নেহারুন বেগমের বাড়ি কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে বলে জানা গেছে। শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
Development by: webnewsdesign.com