শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য নগদ অর্থ বিতরণ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৮:৩৫ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য নগদ অর্থ বিতরণ
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নাহার ১, নাহার ২ ও ৬নং হোসনাবাদ, লাংলিয়াছড়া খাসিয়া পুঞ্জির শিশু শিক্ষা কেন্দ্রের (প্রাথমিক বিদ্যালয়) আসবাবপত্র সরবরাহ ও মেরামত কাজ বাবদ নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

নগদ অর্থ সহায়তা বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৪টি পুঞ্জির স্কুল ঘরের জন্য প্রতিটি ১লক্ষ টাকা করে মোট ৪লক্ষ টাকা পুঞ্জির মান্রী (পুঞ্জি প্রধান)দের হাতে তুলে দেন উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।

Development by: webnewsdesign.com