দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও দিনব্যাপী ‘প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি)-এর সহযোগীতায় প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘প্রাণীসম্পদ প্রদর্শনী’ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সাগরদিঘী সড়কে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নেছার উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুছ ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, উপজেলা পোল্ট্রি ফার্ম এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ আফজাল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সম্পদ সিংহ, ডা. শিমুল মজুমদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, পর্যাপ্ত পুষ্টির যোগান ও দেশের মানুষকে সবল জাতি হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের পক্ষ থেকে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত খামার মালিকদের প্রণোদনা দিয়েছে।
তিনি আরো বলেন, শুধু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গবাদিপশুর রোগ নিরাময়ের লক্ষ্যে দ্রুত চিকিৎসা সেবা দিতে মোবাইল ভেটেরেনারি ক্লিনিকের গাড়ি প্রদান করা হয়েছে। খামারিরা তাদের খাবারে থাকা গবাদিপশুর যেকোন সমস্যার কথা ফোনে বলার সাথে সাথে খামারে গাড়ি নিয়ে গিয়ে পশুর যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। উল্লেখ্য প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের মেডিসিন, গবাদীপশু, পাখি, কবুতরসহ মোট ৩০টি স্টল বসানো হয়েছে’ যা অতিথিরা ঘুরে ঘুরে দেখেছেন।
Development by: webnewsdesign.com