শ্রীমঙ্গলে নিয়ন্ত্রনহীন ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত,আহত ১

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ১:৫৬ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে নিয়ন্ত্রনহীন ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত,আহত ১
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের মৌলভীবাজার রোডস্থ সুরভী পাড়া এলাকার সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রনহীন ট্রাকের ধাক্কায় একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।এ সময় ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতের খুঁটি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার ভোর ছয়টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ সুরভী পাড়া রাস্তার পাশে মাছ পরিবহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটিতে আঘাত করে।

এ সময় রাস্তার পাশে থাকা রিকশাচালক ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়, আহত রিকশাচালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।এসময় নিয়ন্ত্রণের ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতের খুঁটি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মোহাম্মদ ধন মিয়ার সূত্রে জানা যায়। শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Development by: webnewsdesign.com