শ্রীমঙ্গলে দোকান থেকে উদ্ধার হলো দারাশ সাপ

শনিবার, ২৪ জুলাই ২০২১ | ১২:১৬ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে দোকান থেকে উদ্ধার হলো দারাশ সাপ
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কসমেটিকস এর দোকান থেকে একটি দারাশ সাপ উদ্বার করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ডলুবাড়ি এলাকা থেকে সাপটি উদ্বার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে বন বিভাগের সহযোগিতায় দুপুরেই সাপটি কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সকাল বেলা ডলুবাড়ি থেকে আমাদের মুঠোফোনে জানানো হয় একটি সাপ কসমেটিকস এর জিনীসপত্র সাজিয়া রাখার থারিয়ায় গোল হয়ে বসে রয়েছে। আমরা তাতক্ষনিক সেই জায়গায় গিয়ে সাপটি উদ্বার করি। সাপটি সুস্থ অবস্থায় থাকায় দুপুরেই লাউয়াছড়া বনে সেটিকে অবমুক্ত করে দেই। অবমুক্তকালে বনবিভাগ এর এফ .জি সুব্রত সরকার, তাজুল ইসলাম, ঋষি বড়ুয়া উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com