শ্রীমঙ্গলে চুরি হওয়া ৪টি গরু উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | ১০:৪৩ পূর্বাহ্ণ

শ্রীমঙ্গলে চুরি হওয়া ৪টি গরু উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৬নং আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রামের জনৈক বিশ্বনাথ গোয়ালার বসত বাড়ীর গোয়াল ঘর থেকে সিধ কেটে পাঁচটি গরু চুরির ঘটনায় চারটি গরু উদ্ধার করে এবং ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ইতিমধ্যে চোরাইকৃত একটি গরু জবাই করে বিক্রি করে ফেলেছে চোরেরা।

পুলিশ সূত্রে ও গরুর মালিকের অভিযোগ থেকে জানা যায়,২৩ ফেব্রুয়ারি রাত একটা থেকে তিনটার মধ্যে কোন এক সময় অজ্ঞাতনামা চোরের সিন্ডিকেট পরস্পর মিলে একই গোয়ালায় সিধ কেটে প্রবেশ করে ৫ টি গরু চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় থানায় জানালে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সুজন কান্তি পালের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম ৫ মার্চ রাত প্রায় সোয়া একটার দিকে ৩নং শ্রীমঙ্গল ইউপির নোয়াগাঁও গ্রামের কাদির মিয়া ও তাজুদ মিয়া‘র গোয়াল ঘর হইতে চুরি যাওয়া ৫ টি গরুর মধ্যে ৪টি গরু উদ্ধার করেন।

এ সময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাদির মিয়া (৩৬), পিতা-মৃত মবত মিয়া ও মোঃ তাজুদ মিয়া (৪৫), পিতা-মৃত মকছুদ উল্ল্যা, উভয় সাং-নোয়াগাঁও, ৩নং শ্রীমঙ্গল ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে তাজুদ মিয়ার পরিবার দাবি করেছে গরুগুলো আটককৃত আব্দুল কাদির এর কাছ থেকে ক্রয় করা হয়েছে।

অপরদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ।

 

Development by: webnewsdesign.com