সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২শ ৫৫ গ্রাম গাঁজাসহ মিরা নায়েক (৬০) নামে এক নারীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই এহসানুল হক হীরা সঙ্গীয় অফিসার ফোর্সসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের ০৬ নাম্বার লাইনের গ্রেফতারকৃতের বসতবাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এসময় তল্লাশি করে তার কাছ থেকে ২শ গ্রাম এবং ৪৯ পুড়িয়া গাঁজাসহ মোট ২শ ৫৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত নারী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে । এব্যাপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com