করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে অভিযান শুরু করেছে শ্রীমঙ্গল পৌরসভা। গত ৭ এপ্রিল থেকে শ্রীমঙ্গল পৌরসভা এই কার্যক্রম শুরু করে। মশা নিধনের অভিযান উদ্বোধন করেন পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু ।
মশা নিধন কার্যক্রমে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.ছাদ উদ্দিন, কাউন্সিলর মিল্লাত হোসেন, মীর এম এ সালাম,অফিস সহকারী অসীম কর প্রমুখ।
এসময় পৌরসভার আশে পাশে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে মাস্ক ব্যবহার ও জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক ঘরের বাইরে না যেতে অনুরোধ করেন তিনি ।
এরই প্রেক্ষিতে ১৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের মিশন রোড আবাসিক এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে।
শ্রীমঙ্গল মেয়র মহসিন মিয়া মধু বলেন, হঠাৎ শহরে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরসভার পক্ষ থেকে ৯ টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Development by: webnewsdesign.com