শ্রীমঙ্গলে এক মোটরসাইকেল চোর আটক

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ | ৩:১৮ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে এক মোটরসাইকেল চোর আটক
apps

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোড, শ্রীমঙ্গল প্রেসক্লাবের উল্টোদিকে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পবলু’র বাসায় Honda X Blade মোটরসাইকেল চুরির সময় স্থানীয় জনতার হাতে চোর চক্রের এক সদস্য আটক হয়।বৃহস্পতিবার ২৮ এপ্রিল দিবাগত রাতে এঘটনাটি ঘটে।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ আটককৃত যুবককে থানা নিয়ে যায়। উপস্থিত জনতার উত্তমমধ্যমের কারণে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আটককৃত যুবকের নাম মোস্তফা, সে শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর বাস্তহারা রেল কলোনীর মৃত ফজল মিয়ার ছেলে বলে জানা যায়। চোর চক্রের সাথে জড়িতদের আটক করতে শ্রীমঙ্গল থানা পুলিশ তৎপর রয়েছেন।

সম্প্রতি শ্রীমঙ্গল শহরে চোর চক্রের উৎপাতে জনমনে একধরণের আতংক ছড়িয়ে পড়ছে। চোর চক্রকে দমন করতে পুলিশ প্রশাসনের যথেষ্ট সচেষ্টতা রয়েছে।

Development by: webnewsdesign.com