শ্রীমঙ্গলে আহত চিত্রা হরিণ চা বাগান থেকে উদ্ধার

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ | ৮:০০ অপরাহ্ণ

শ্রীমঙ্গলে আহত চিত্রা হরিণ চা বাগান থেকে উদ্ধার
apps

শ্রীমঙ্গলে চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্বার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করা হয়।

হরিণের পেটের নিচ দিকে ক্ষতের চিহ্ন রয়েছে। তবে শ্রীমঙ্গল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, চিত্রা হরিণটিকে কোন প্রাণী আক্রমণ করেছে। তিনি জানান, হরিণের ক্ষতস্থানে বন্যশুকরের দাতের চিহ্ন পাওয়া গেছে। ডা. কর্ন চন্দ্র মল্লিকের ধারণা চিত্রা হরিণটি বন্যশুকর অথবা শিয়ালের আক্রমণের শিকার হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া স্থানীয় চা শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে আহত হরিনটি উদ্বার করে নিয়ে আসেন।

আহত হরিণটিকে আপাতত লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হবে বলে জানান তারা।

Development by: webnewsdesign.com