লাউয়াছড়ায় আহত বানরকে চিকিৎসা দিচ্ছে গাজীপুরের সাফারী পার্ক

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৩:৪৮ অপরাহ্ণ

লাউয়াছড়ায় আহত বানরকে চিকিৎসা দিচ্ছে গাজীপুরের সাফারী পার্ক
apps

শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিদ্যুৎপৃষ্টে আহত হওয়া একটি বানরকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়েছে।

বুধবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বানরটিকে সাফারী পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বানরটি গত ২২ জানুয়ারি লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে নুরজাহান চাবাগানের পাশে বিদ্যুতের সঞ্চালন লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

বণ্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষন বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ জানান, বুধবার সন্ধ্যায় বানরটি গুরুতর আহত হলে বনবিভাগ তাকে উদ্বার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের চিকিৎসাকেন্দ্রে প্রেরণ করা হয়। আহত বানরটি সিংহপ্রজাতির।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান,বানরটি মুমুর্ষ অবস্থায় সাফারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বিদ্যুৎপৃষ্টে বানরের হাত ও পা আগুনে ঝলসে গেছে। তাকে সুস্থ করতে ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে।

Development by: webnewsdesign.com