মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছা গ্রামে বুধবার সন্ধ্যায় মনিরুল মীর (৪০)নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মনিরুল ওই গ্রামের ইসহাক মীরের ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় একটি ধানের ক্ষেতে মাঠের তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, সুদে টাকা লেনদেনের ব্যবসায়ী মনিরুলকে আজ বিকেলে স্থানীয় বাজারে ঘোরাফেরা করতে দেখা গেছে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কোনো এক সময় বাড়ির রাস্তা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে একটি নির্জন স্থানে নিয়ে দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে।
কিছুক্ষণ পর গ্রামবাসী ঘটনাস্থলে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মনিরুল এর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।
Development by: webnewsdesign.com