বুধবার, ১৭ মার্চ ২০২১ | ৩:২৫ অপরাহ্ণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রী কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন,কেক কাটা,র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ আ.কা.ম. মামুনুর রহমান,সহ সকল শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনি নিয়ে আলোচনা করোন। এবং তার ত্যাগি ও সংগ্রামি জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বঙ্গবন্ধু ৫৫ বছরের জীবনে প্রায় ১২ বছর জেল খানাতেই কাটায়। তার আপসহীন মনোভাব ও বহু ত্যাগের পর এই দেশ স্বাধীন হয়েছে বলে বক্তারা জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭