মৌলভীবাজার সদর উপজেলাধীন খলিলপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত হামরকোনা গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হামরকোনা গ্রামের আব্দুর রহিমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১ হাজার ৯শ’ টাকা জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার হামরকোনা গ্রামের অনো মিয়ার পুত্র আব্দুল হান্নান (৪৫), মৃত আব্দুল তাহিদের পুত্র সাইদুল হক (৪২), মৃত আজম উল্লার পুত্র সাবাস মিয়া (৪০), মৃত আকল মিয়ার পুত্র মিলাদ মিয়া (৩০), আইনুল হকের পুত্র আব্দুল হালিম (২৮) ও বালাগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের মৃত আব্দুল বশিরের পুত্র আব্দুল আলম (৩৫)। শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবত হামরকোনা গ্রামের একটি বাড়িতে রাতে আসর বসিয়ে জুয়াড়িরা খেলা পরিচালনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল ও এএআই ইসমাইল হোসেনসহ পুলিশের একটি দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com