শেরপুরে সেনা সদস্যের স্ত্রীকে হত্যা: ৩ দিনেও গ্রেফতার হয়নি কেউ

শনিবার, ১০ অক্টোবর ২০২০ | ৪:৪৯ অপরাহ্ণ

শেরপুরে সেনা সদস্যের স্ত্রীকে হত্যা: ৩ দিনেও গ্রেফতার হয়নি কেউ
apps

শেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া এলাকায় নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে সুরভী আক্তার(৩০) নামের এক সেনাসদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) নিহতের বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। ঘটনার ৩ দিন এবং মামলা দায়েরের ২ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

অতিদ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান নিহতের স্বজনরা।

গত ৮ অক্টোবর শেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া এলাকায় নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে সুরভী আক্তার(৩০) নামের এক সেনাসদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কোন এক সময় দূর্বত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা বাসার উঠানে সুরভী আক্তারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ

Development by: webnewsdesign.com