শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী আম পাঠিয়েছে বাংলাদেশ

বুধবার, ০৬ জুলাই ২০২২ | ১০:৩৯ পূর্বাহ্ণ

শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী আম পাঠিয়েছে বাংলাদেশ
apps

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে আম পাঠিয়েছেন।বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার কাছে এই উপহারের আম হস্তান্তর করেন।উপহার হিসেবে ১ হাজার কিলোগ্রাম বিশেষ জাতের বাংলাদেশি আম ‘আম্রপালি’ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্কের একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

Development by: webnewsdesign.com