ভোক্তাদের চাহিদা অনুযায়ী অন্য দিনের মতো সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য সামগ্রী বিক্রির সুপারিশ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জনবল বাড়ানো, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আপদকালীন মজুদ সক্ষমতা বাড়ানো জন্য সুপারিশ করে কমিটি।
এছাড়া বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) কর্তৃক উৎপাদিত খাদ্য/পণ্য সামগ্রী টিসিবির মাধ্যমে বিক্রির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য তারা মন্ত্রণালয়কে সুপারিশ করে।
টিসিবির ডিলার নিয়োগে সব ধরনের অনিয়মরোধে স্থানীয় সংসদ সদস্য/উপজেলা চেয়ারম্যানের মতামত গ্রহণ করাসহ ডিলারদের সব ধরনের কারসাজি বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতেও বৈঠক থেকে বলা হয়।
কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মাহবুব উল আলম হানিফ ও মুহিবুর রহমান মানিক।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দীন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com