চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকার জমিতে মৃত অবস্থায় একটি বন্যহাতি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলের দিকে ময়নাতদন্ত শেষে পাশের জমিতে হাতির মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে। এর আগে সকালে স্থানীয়রা উক্ত এলাকায় মৃত হাতিটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়।
বড় হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম ডি জুনাইদ চৌধুরী বলেন, বড় হাতিয়া ইউনিয়নের প্রায় প্রতিটি পাহাড়ি এলাকায় বন্য হাতির বিচরণ রয়েছে। তিন বছর আগে একই এলাকায় বৈদ্যুতিক ফাঁদে আটকে দুটি বন্য হাতির মৃত্যু হয়েছিল।
স্থানীয়রা জানান, কৃষকরা বন্যশুকর থেকে ফসল রক্ষার জন্য বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করে কিছু ব্যক্তি। আগেও উক্ত এলাকায় বৈদ্যুতিক তারে মা ও বাচ্চাসহ ২টি বন্যহাতি মারা গেছে। এলাকাবাসীর ধারণা, বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতিটির মৃত্যু হয়েছে।
কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, হাতিটির শুঁড়, পেছনের বাম পা ও মাথায় ক্ষতচিহ্ন দেখা গেছে। মাথা ও পায়ের ক্ষত স্থানে পুঁজ জমে আছে। ওই ক্ষত স্থানে জীবাণু সংক্রমিত হয়েও হাতিটির মৃত্যু হতে পারে।
হাতির দেহে থাকা আঘাতগুলো বেশ কয়েক দিন আগে হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মোঃ মনজুরুল আলম জানান, মৃত পুরুষ বন্য হাতিটির বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ময়নাতদন্তের পর জানা যাবে হাতিটি কিভাবে মারা গেল।
Development by: webnewsdesign.com