শীতে রাত জেগে কনসার্ট দেখার ধুম পড়বে। বাইরে দীর্ঘক্ষণ থাকায় হাত ও পায়ের ত্বকে রুক্ষতা সহ নানা সমস্যা হতে পারে। এজন্য হাত ও পায়ের যত্নে বিশেষ গুরুত্ব দিতে হবে। কাজটি কঠিন না। এক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখুন:
ত্বকে আর্দ্রতা ধরে রাখার অন্য হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে। তবে বাজারচলতি ময়েশ্চারাইজার ব্যবহার না করে নারকেল তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন।
হাতে ও পায়ে মোজা পরার আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চাইলে লোশন ব্যবহার করতে পারেন।
ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া হবে না এমন উপাদানের মধ্যে অ্যালোভেরা প্রধান। এটি ত্বকে ব্যবহার করতে পারেন।
শীতে ব্যবহার করুন গ্লাভস ব্যবহার করুন। এই সময়ে অত্যধিক পানির ব্যবহারও এড়িয়ে চলুন, এতে ত্বকের প্রাকৃতিক তেল অপসারিত হয়।
Development by: webnewsdesign.com