ষড় ঋতুর বাংলাদেশে শীতের আমেজ শুরু হতে যাচ্ছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অঞ্জন‘স এর পোশাক ডিজাইনেও আসছে নতুনত্ব।
হালকা ও গাঢ় রঙের সংমিশ্রনে জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফ দিয়ে সাজানো হয়েছে এবারের শীত আয়োজন।
পুরুষ, নারী, শিশু-কিশোর সহ সব বয়সীদের জন্য পোশাক করা হয়েছে এবারের আয়োজনে। মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের শাল, সালোয়ার কামিজ ও শাড়ি।
ছেলেদের জন্য রয়েছে ফুল স্লিভ শার্ট, কটি, পাঞ্জাবি ও মাফলার। নিট কাপড় দিয়ে সাজানো হয়েছে অঞ্জন’স এর কো ব্র্যান্ড ‘মারজিন’।
সব বয়সিদের জন্য করা হয়েছে নিট কাপড়ের ফুল স্লিভ শার্ট, জ্যাকেট ও হুডি। এই পোশাকগুলো যেমন শীত উপযোগী তেমনি ডিজাইনেও রয়েছে নতুনত্ব।
এবারের শীতে ‘মারজিন’ নিয়ে এসেছে ব্লেজার। ব্লেজারগুলোর সঙ্গে মিলিয়ে শার্ট, প্যান্ট ও টাই পাওয়া যাবে এবারের শীত আয়োজনে।
অঞ্জন‘স এর সব শোরুম ও অনলাইন স্টোর (www.anjans.com) এ পোশাকগুলো পাওয়া যাচ্ছে।
Development by: webnewsdesign.com