নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে মিন্টু শিকদার নামে এক কৃষকের ৬ শতাংশ জমির রোপণ করা শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে শিম বাগানে গিয়ে এ দৃশ্য দেখে হতবাগ হয়ে যায় কৃষক মিন্টু শিকদার। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।
কৃষক মিন্টু শিকদার জানায়, বাগানে শিমগুলো বিক্রির উপযোগী হয়ে ছিল। দুই এক দিনের মধ্যে বিক্রির জন্য শিমগুলো সংগ্রহ করার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা তার এই ক্ষতি করে দিয়েছে। মিন্টু আরও বলেন, দীর্ঘদিন ধরে তার চাচা দৌলত শিকদারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।
Development by: webnewsdesign.com