দিনের পর দিন অচল মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ সারি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল নয়’টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ২ পারেই অপেক্ষায় রয়েছে ৯ শতাধিক ছোট-বড় যানবাহন আর ভোগান্তিতে শ্রমিক ও ব্যবসায়ীরা।
ঘাট কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের অচল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এ রুটে অন্যান্য সময়ের চেয়ে ৩ গুণ যানবাহন আসায় যানবাহনের সারি সৃষ্টি হচ্ছে। পরিবহন, অ্যাম্বুলেন্স, ছোট যানবাহনের যাত্রীদের অগ্রাধিকার দেয়ায় জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। ফলে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
এদিকে ঘাটে যানজট নিরসনে ঘাট থেকে ৭ কিলোমিটার দূরে উথুলী সংযোগ মোড়ে পণ্যবাহী ট্রাককে সারি করে রাখা হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি মধ্যে ১৫টি চলাচল করছে। দীর্ঘ সময়, তেল ও খাওয়া খরচ দ্বিগুণ হওয়াসহ কাঁচা মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছে শ্রমিক ও ব্যবসায়ীরা।
Development by: webnewsdesign.com