বগুড়ার শিবগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও প্রথম রমজানে প্রাণ কোম্পানির সহযোগিতায় সহস্রাধিক এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা নেইবার্স।
রোববার (১লা রমজান) দুপুরে উপজেলার তাহফিজুল কুরআন নূরানী মাদ্রাসায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা এ,এস,এম রুহুল আমিন এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
শিবগঞ্জ উপজেলা নেইবার্স এর এডমিন রাজিব মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় ও মডারেটর শামিম হোসেনের পরিচালনায় এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নেইবার্স এর শুভাকাঙ্ক্ষী মাওঃ গোলজার রহমান, মডারেটর আসাদুল্লাহিল গালিব, আরিফ আনজুম, মুফতি এনামুল হক প্রমূখ।
ইফতার সামগ্রী পাওয়া তাহফিজুল কুরআন নূরানী মাদরাসার শিক্ষার্থী আবু মূসা ও উম্মে তারিয়া বলেন, আমাদের ইফতার হিসেবে দুধ, রুটি, মুড়ি এবং কেক বিতরণ করা হয়েছে। এ জন্য শিবগঞ্জ উপজেলা নেইবার্স ও প্রাণ কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মতো শিশুদেরকে নিয়ে যারা ভাবে আল্লাহ তাদের সফলতা দান করুক।
Development by: webnewsdesign.com