বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চা স্টল পুরে ফেলা হয়েছে। সোমবার দিবাগত রাত্রী সাড়ে ১২টার দিকে উপজেলার গনকপাড়া এলাকার বজলুর মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে গত সোমবার বিকাল চারটার দিকে ঐ জায়গা উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে মৃতঃ আনছার আলী কবিরাজের ছেলে মোঃ শাবলু মিয়া(৫০) আহত হয়ে বগুড়া শজিমেকে ভর্তি হয়।
সম্প্রতি উভয় পক্ষ ঐ জমির মালিকানা দাবি করলে গ্রাম্য শালিশে স্থানীয় মেম্বার শাহিন গ্রামের শান্তি বজায় রাখার জন্য নালিশী ১৫ শতকাংশ জমি ২ভাগে সমান করে নেওয়ার কথা বলে।
চা দোকানটার ওহেদুল বলেন, ১৫ বছর আগে থেকে আমি ভাড়া নিয়ে দোকান চালাই। কে কাহারে আমার দোকানে আগুণ দিয়েছে আমি তা জানিনা। আগুণে আমার দোকানে থাকা একটি টিভি, সাউন্ড বক্স ও ইউরিয়ার ৩টি বস্তাসহ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দোকান করেই আমার সংসার চলে। ৩মেয়েকে নিয়ে আমার এখন পথে বসার অবস্থা হয়েছে।
আহত শাবলু মিয়ার ছেলে জাকির হোসেন বলেন, আমার দাদার সাথে প্রতিপক্ষ সাথে দীর্ঘ ৩০ বছর পূর্বে মাঠের জমির সাথে এওয়াজ বদল করে। এতদিন পরে এসে প্রতিপক্ষ শহিদুল, শরিফুল, হারুন, উজ্জ্বলসহ ১০/১৫ জন মিলিত হয়ে আমাদের জায়গায় দোকানঘর ভাংচুর করে আগুণ দিয়ে পুরে পেলে। আমি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রতিপক্ষ কাগজপত্র দেখালে আমরা জায়গা অবশ্যই দিবো।
প্রতিপক্ষ শহিদুল ইসলাম বলেন, ১৫শতাংশ জায়গায় মধ্যে সাড়ে আট শতক জায়গা এওয়াজ হয়। বাকী জায়গা আমাদের। আমাদের কাগজপত্র সব ঠিক আছে। তিনি আরও জানান, তারা নিজেরাই দোকানে আগুণ দিয়ে আমাদের গায়ে দোষ চাপাচ্ছে। তারা গ্রাম্য শালিসও মানেনি। আমরা যদি আইনে জায়গা পাই তাহলে নিবো।
বিষয়টি নিশ্চিত করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।
Development by: webnewsdesign.com