শিগগিরই মালয়েশিয়ায় শ্রমবাজার চালু করার আশা :পররাষ্ট্রমন্ত্রীর

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ৬:১৯ অপরাহ্ণ

শিগগিরই মালয়েশিয়ায় শ্রমবাজার চালু করার আশা :পররাষ্ট্রমন্ত্রীর
apps

মালয়েশিয়ায় শিগগিরই শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। খবর ইউএনবি’র।রবিবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারানের সাথে বৈঠকের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি আশাবাদী,’মালয়েশিয়ার মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান ড. আবদুল মোমেন।বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীকে তিনি বলেন, ‘শ্রমবাজার চালু করার ঘোষণা দিলে আপনি এখানে জাতীয় বীর হবেন।’‘আমি তাকে ইতিবাচক দেখেছি’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন।বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

Development by: webnewsdesign.com