শিক্ষার্থী ঝরেপড়া রোধে ও বিদ্যালয় সংস্কারের কাজিপুর উপজেলা চেয়ারম্যানের নানা উদ্যোগ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮:০৯ অপরাহ্ণ

শিক্ষার্থী ঝরেপড়া রোধে ও বিদ্যালয় সংস্কারের কাজিপুর উপজেলা চেয়ারম্যানের নানা উদ্যোগ
শিক্ষার্থী ঝরেপড়া রোধে ও বিদ্যালয় সংস্কারের কাজিপুর উপজেলা চেয়ারম্যানের নানা উদ্যোগ
apps

কাজিপুরে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে,ঝরে পড়া রোধে করণীয় নির্ধারনে মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী । প্রাথমিক শিক্ষা মান উন্নয়ন, মান সম্মত শিক্ষা পরিবেশ, শিশু পরিবেশ বান্ধব শিক্ষা নিশ্চিত করতে, দৈনিক সমাবেশ নিশ্চিতকরন, খেলাধুলার পরিবেশ তৈরি , খেলাধুলার মাঠ দখল মুক্ত করতে, ,ঝরে পড়া রোধ, সহশিক্ষা কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়ন,লেখাপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরতে নানা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান।

তারই লক্ষ্যে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করতে মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে বই, খেলাধুলার সামগ্রী বিতরণ,স্কুল পোশাক বিতরণ, খেলাধুলার মাঠ দখল মুক্ত করতে, অভিভাবক সমাবেশ, টিফিন বক্স বিতরণ, মিডডে মিল চালু অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যদিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন।

এছাড়াও বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ, সিলিং ফ্যান, করোনা কালীন সময়ে অনলাইন স্কুল চালু করন, অনলাইন স্কুল পরিচালনায় শিক্ষক- শিক্ষাকাদের সহিত মত বিনিময়, শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী বিতরন, প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু বুক কর্নার,মুক্তি যুদ্ধ কর্নার সহ নানামুখী উদ্যোগ গ্রহনের মধ্যদিয়ে শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

মাঠ পর্যায়ে সরেজমিনে গিয়ে দেখা যায় এবং প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, কাজিপুর উপজেলা চেয়ারম্যান দীর্ঘদিন ধরে উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন, বিদ্যালয় পরিচালনা কমিটির এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়,অভিভাবক সমাবেশ অংশ গ্রহন, বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ, বিদ্যুতের ব্যবস্থা করা এবং সীমানা প্রাচীর নির্মাণ, অবকাঠামো নির্মান, টয়লেট স্থাপন, ডিজিটাল হাজিরা সহ নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন এবং তা’ একের পর এক বাস্তবায়ন করে চলেছেন চেয়ারম্যান ।এরফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে আসার পাশাপাশি শিক্ষাথীরা বিদ্যালয়মুখি হয়েছে। এছাড়াও নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে যাচ্ছেন।

উপজেলায় সামাজিক কাজের পাশাপাশি তিনি, মানবিক, সাংস্কৃতিক, খেলাধুলাসহ বাল্য বিবাহ, মাদক, জুয়া, নারী নির্যাতনের প্রতিরোধে তার ভুমিকা প্রশংসনীয়। এছাড়াও তিনি তার উপজেলা পরিষদ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল প্রদান করে বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহায়তা করে আসছেন।এ বিষয়ে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন,

“দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম।আমরা সেই কার্যক্রম কে আরও তরান্বিত করতে চাই।একজন জনপ্রতিনিধি হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি আমার সর্বোচ্চ মেধা সৃজনশীলতা দিয়ে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবো। আমি সব সময়ই চেয়েছি দেশ ও জাতির জন্য কাজ করতে। শিক্ষার মান উন্নয়নে আরও নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতা, প্রজ্ঞা,বিচক্ষণতা, দুরদর্শিতা,পারদর্শিতা, বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে কাজিপুর উপজেলার জন্য কাজ করে যেতে চাই।। উপজেলা প্রশাসনকে নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষার আমুল পরিবর্তন করতে চাই।

Development by: webnewsdesign.com