শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে কাজিপুর ইউএনও’র ব্যতিক্রমধর্মী উদ্যোগ

সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৮:২৩ অপরাহ্ণ

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে কাজিপুর ইউএনও’র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে কাজিপুর ইউএনও'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
apps

কাজিপুরে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে করণীয় নির্ধারনে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। তিনি যোগদান করার পর থেকেই মান সম্মত শিক্ষা পরিবেশ, শিশু পরিবেশ বান্ধব শিক্ষা নিশ্চিত করতে, দৈনিক সমাবেশ নিশ্চিত করন, শিক্ষা অঙ্গন সবুজ বনায়ন করা, যথা উপযুক্ত শিক্ষা দান পদ্ধতিতে পাঠদান প্রদান, সহশিক্ষা কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়ন,শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, পড়াশোনায় মনোযোগী করার করনীয় নির্ধারনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনিটরিংজোরদার করতে মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে, পরবর্তী প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে, শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শোনাতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচারের ব্যবস্থা করতে ব্যতিক্রমমুখি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। সেই লক্ষ্যে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য লাইব্রেরী স্থাপনে উদ্যোগ গ্রহন, ফুলের বাগান করতে উদ্বুদ্ধকরণ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাহিত্যবিষয়ক পুস্তক প্রদান করছেন।

গত সাতদিন ধরে ইউএনও সুখময় সরকার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাত তুলেদেন বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও সাহিত্য বিষয়ক পুস্তক। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলাম, কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিপন চাকলাদার, সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা নাসরীন, পারদোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,এছাড়াও বেড়ীপটল পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,

“আজকের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য দরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে উপস্থাপন করা, তুলে ধরা। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লিখিত বই, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বিভিন্ন ছবি, নাটক এগুলো আরো বেশি করে প্রচার করা দরকার। আজকের প্রজন্মের সামনে তুলে ধরা দরকার যে মুক্তির জন্য বাঙালি জাতিকে অনেক সংগ্রাম করতে হয়েছে। ” উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর এমন কর্মকান্ডে ভুয়সী প্রশংসা করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

Development by: webnewsdesign.com