হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর এলাকা হতে ৯৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সিপিসি-১। র্যাব সূত্রে জানাযায় ০১ মার্চ ২০২২ ইং তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, (সিপিসি-১)হবিগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে সিলেট টু ঢাকাগামী পাকা রাস্তার উপর হইতে ৯৮ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১ টি বড় ট্রাকসহ এক জন মাদক ব্যবসায়ী (ক) মোঃ তরিকুল ইসলা ম@সাগর(২৪), পিতা- মোঃ মোস্তফা শেখ, গ্রাম- লালচন্দ্রপুর, থানা-ফটিকহাট,জেলা-বাগেরহাটকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নিজে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাছাড়া সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায়।
পরবর্তীতে আইনীব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন, ২০১৮ মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com