শাহ আমানত বিমানবন্দরে ১০ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | ৮:৪৫ অপরাহ্ণ

শাহ আমানত বিমানবন্দরে ১০ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
apps

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের ভিতর থেকে ১০ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণবার জব্দ করে বিমান বন্দর কাস্টমস এবং এন এসআই।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ এ অবৈধ স্বর্ণ পাচার হয়ে আসছে। সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরনের পর ফ্লাইটের যাত্রীদের নজরদারি করার পাশাপাশি ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

এই সময় ফ্লাইটের ভিতর ২৯ নম্বর আসনের নিচে পরিত্যাক্ত অবস্থায় দুটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়। এই ব্যাগ খুলে উদ্ধার করা হয় ১৬০টি স্বর্ণের বার। যার আনুমানিক মুল্য প্রায় ১০ কোটি টাকা।

Development by: webnewsdesign.com