অতি উৎসাহী ভক্ত থেকে শাহরুখ খানকে বাঁচাতে দেখা গেল ছেলে আরিয়ানকে। মুম্বাই বিমানবন্দরে শাহরুখকে হয়রানি করেন এক ভক্ত, যাতে খানিকটা ঘাবড়েই গিয়েছিলেন কিং খান। মুম্বাই বিমানবন্দরের অ্যারাইভাল গেট থেকে বেরিয়ে আসতে দেখা যায় শাহরুখকে সাদা টি-শার্ট, নীল প্যান্ট আর কালো জ্যাকেটে। আরিয়ান পরেছিলেন নীল টি-শার্ট আর সবুজ প্যান্ট।
আর খুদে আব্রাম লাল টি-শার্ট, কালো প্যান্ট। প্রত্যেকেরই মুখে ছিল মাস্ক। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সময় দেখা যায় সেলফি তুলতে এক ভক্ত শাহরুখের খুব কাছে চলে যান। এখানেই শেষ নয়, হাত ধরারও চেষ্টা করেন তিনি। এটা দেখে একটু থমকে যান শাহরুখ, সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা। আরিয়ানও নিজের হাত বাড়িয়ে দেন বাবার দিকে, যাতে শাহরুখের গায়ে কেউ হাত দিতে না পারে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাবার প্রতি আরিয়ানের এই ভালোবাসা ও যত্ন মন কেড়েছে সবার। একসময় মাদক মামলায় নাম জড়ানোয় এই ছেলেকেই দায়িত্বজ্ঞানহীন, অসভ্য বলেছিল নেটিজেনরা। বাবা আর বোন সুহানা খানের মতো অভিনয়ের শখ তাঁর নেই, বরং ক্যামেরার পেছনে থেকে কাজ করারই ইচ্ছে।
২০১৮ সালে শেষবার রুপালি পর্দায় দেখা গিয়েছিল শাহরুখকে। এর পর থেকে দীর্ঘ অপেক্ষা শাহরুখভক্তদের জন্য। যদিও আশার কথা হলো, কয়েক মাসের মধ্যে একটি বা দুটি নয়, তিন-তিনটি ছবি নিয়ে আসছেন শাহরুখ। পাঠান-এর শ্যুটিং সম্পূর্ণ, জওয়ান-এর শ্যুটিং বেশ কিছুটা সেরে আপাতত রাজু হিরানির ডানকি নিয়ে ব্যস্ত বাদশাহ। খুব খাটছেন তিনি পরের ছবিগুলোর জন্য। ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। আর ২০২৩ সালে ডিসেম্বরের ২২ তারিখ মুক্তি পাবে ডানকি আর এই দুটো ছবির মাঝে আসবে জওয়ান, ৫ জুন।
Development by: webnewsdesign.com