শাহজালাল সার কারখানায় ১২ কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৩৪ পূর্বাহ্ণ

শাহজালাল সার কারখানায় ১২ কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা
apps

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির দুই কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট। গত মঙ্গলবার ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন দুদক সিলেটের উপ-পরিচালক নূর-ই আলম। বুধবার (১৬ ফেব্রুয়ারি) আদালত মামলাগুলো গ্রহণ করার নির্দেশনা দেন।

মামলায় অভিযুক্তরা হলেন- ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানার সাবেক সহকারী প্রধান হিসাবরক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান (বরখাস্তকৃত) খোন্দকার মুহাম্মদ ইকবাল এবং প্রকল্পের সাবেক রসায়নবিদ (বরখাস্তকৃত) নেছার উদ্দিন আহমদ। এছাড়া মামলায় মুহাম্মদ ইকবালের স্ত্রী ও শ্যালক এবং কয়েকজন ঠিকাদারকে অভিযুক্ত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন, সিলেটের উপপরিচালক নুর ই আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বিল ভাউচার জালিয়াতি করে ১২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিনি বাদী হয়ে ১১টি মামলা দায়ের করেছেন। আদালতে দায়ের করা মামলাগুলো ঊর্ধ্বতনদের নির্দেশে তিনি নিজেই তদন্ত করবেন। প্রায় ২ বছর ধরে এই ঘটনার তদন্ত করছে দুদক।

তদন্তে সত্যতা পেয়ে মামলা দায়ের করেছেন জানিয়ে নুর ই আলম বলেন, এর আগে একই কায়দায় ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা প্রকল্পের ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৪ আগস্ট এ দুই কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করে দুদক।

এ ব্যাপারে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের এমডি ওমর ফারুকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয় তার জানা নেই বলে জানান।

 

Development by: webnewsdesign.com