সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীরকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অব্যাহতির বিষয়ে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ব্যাক্তিগত ও পারিবারিক কারণে আলমগীর কবীরকে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, শাবিপ্রবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শাবি ক্যাম্পাসে আসছেন তিনি। সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর এই সফরের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রীর পিএস আমাকে ফোন করে জানিয়েছেন- শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি।
Development by: webnewsdesign.com