শান্ত দেবনাথ’র মা’কে বাঁচাতে এগিয়ে আসুন

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ১:৫০ অপরাহ্ণ

শান্ত দেবনাথ’র মা’কে বাঁচাতে এগিয়ে আসুন
apps

সকলের নিকট আকুল আবেদন মনযোগ সহকারে পড়ুন এবং একজন গর্ভধারিণী মাকে বাঁচাতে সাহায্য করুন। আমাদের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালী গ্রামের শান্ত দেবনাথ’র মা শুক্লা রানী নাথ(৪৭)। গত কয়েকমাস যাবৎ অসুস্থ হয়ে বাসায় পড়ে আছেন, অর্থের অভাবে হাসপাতালে ভর্তিও করাতে পারছে না মাকে।

প্রথমে ডায়বেটিস ছিল অর্থের অভাবে চিকিৎসা না করতে পারায় এখন পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। সাথে কিডনি জনিত সমস্যা বেড়েই চলছে।

শান্ত একজন গার্মেন্টস শ্রমিক তার বেতন মাত্র ৬/৭ হাজার টাকা, ৬/৭ হাজার টাকা যা দিয়ে সংসার চালানোই কষ্টকর শান্ত’র জন্য।
তাদের যা কিছু ছিল সবই মায়ের চিকিৎসার জন্য খরচ করেছে এখন আর তেমন কিছুই নেই যে মায়ের চিকিৎসা করাবে। তাই অসহায় হয়ে মায়ের জন্য সকলের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন শান্ত’র
শান্ত’র বাবা নেই,

তিন বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শান্ত’রা ভাই বোন তিন জন।
ছোট ভাই: সৃজন দেবনাথ, বসয়: ১৯
ছোট বোন: লিলি রানী নাথ, বয়স: ১৩
পিতা: মৃত হরচান দেব নাথ(কনু)
কনু নামে আদুখালির সবাই চিনে, রিক্সার ডাইভার।
মাতাঃ শুক্লা রানী নাথ, বয়সঃ ৪৭

বিকাশ:- 01907421638 (পার্সোনাল)
ডাচ বাংলা এজেন্ট :- 7017513638156

শান্ত’র সাথে আমার কথা হয়েছে
ইনশাআল্লাহ সাধ্য মত সহযোগিতা করবো আশ্বাস দিয়েছি।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।

Development by: webnewsdesign.com