শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী `লিলি’ চৌধুরী আর নেই

মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | ১০:২২ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী `লিলি’ চৌধুরী আর নেই
apps

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী এবং প্রয়াত সাংবাদিক মিশুক মুনীরের মা নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী আর নেই। সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটে রাজধানীর বনানীর নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেতার, মঞ্চ ও টেলিভিশনের এক সময়ের ব্যস্ত এই অভিনেত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। জানা গেছে, মরহুমের মরদেহ আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা পর্যন্ত আত্মীয়-স্বজনদের দেখার জন্য বনানীর নিজ বাসভবনে রাখা হবে।

পরে বেলা সাড়ে এগারটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বাদ জোহর বনানী কবরস্থানে ফের জানাজা শেষে লিলি চৌধুরীকে তার মা ও ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Development by: webnewsdesign.com