দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান ঈদুল আজহা উপলক্ষে শহীদ-আহত, এতিম, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন।
গত শনিবার (৭ জুন) দুপুরে বীরগঞ্জ উপজেলার সালবন মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি তিন শতাধিক পরিবারের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ সময় তিনি নিজ হাতে অতিথিদের খাবার পরিবেশন করেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, “ঈদ মানে শুধু উৎসব নয়—এটি একে অপরের পাশে দাঁড়ানোর উপলক্ষ। শহীদ-আহত পরিবারসহ এতিম, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত সৌন্দর্য। সমাজের সব স্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।”
এই আয়োজনে শহীদ ও আহত পরিবারের সদস্য, এতিম শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও নানা শ্রেণির অসহায় মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা।
এক শহীদ পরিবারের সদস্য বলেন, “আমরা অনেক সময় সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। আজকের এই আয়োজন আমাদের মনে করিয়ে দিল—আমরা একা নই।”
স্থানীয়দের মতে, মতিউর রহমানের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। তাঁর মতো নেতৃত্ব সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়ক হবে।
উল্লেখ্য, মতিউর রহমান দিনাজপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তাঁর নেতৃত্বে স্থানীয় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
Development by: webnewsdesign.com