শরীয়তপুরে যাত্রীবাহী ট্রলারডুবি: শিশু নিখোঁজ

সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ১০:২৫ অপরাহ্ণ

শরীয়তপুরে যাত্রীবাহী ট্রলারডুবি: শিশু নিখোঁজ
apps

শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফের কাছে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। শরীয়তপুর ফায়ার সার্বিসের কর্মীরা নিখোজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার জাজিরা উপজেলার জবরআলী আকনকান্দি থেকে একটি ট্রলার ২০ জন যাত্রী নিয়ে সুরেস্বর দরবার শরীফের উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর ১২টার দিকে ট্রলারটি সুরেশ্বর দরবার শরীফের কাছা কাছি পৌচ্ছালে পদ্ম নদীর প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা অন্য আর একটি ট্রলার নিয়ে ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদেরকে উদ্ধার করে।

এদের মধ্যে নিসি আক্তার নামে ৫ বছররের এক শিশু নিখোজ রয়েছে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ ওই শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। শিশুটি জাজিরা উপজেলার পুরান লঞ্চ খাট এলাকার জামাল মাদবের মেয়ে।

Development by: webnewsdesign.com