সিরাজগঞ্জ জেলার কাজিপুর ও তাড়াশ উপজেলার নবনির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গত(৯ ফেব্রুয়ারী) বুধবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড, ফারুক আহাম্মদ এ শপথবাক্য পাঠকরান।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী,মোঃ আতিকুর রহমান মুকুল,মোঃ গোলাম হোসেন,মোঃ গিয়াসউদ্দিন,মোঃ কামরুজ্জামান বিপ্লব, আলহাজ্ব শওকতহোসেন, মোঃ জহুরুল ইসলাম, এস,এম,জিয়াউল হক,আলহাজ্ব আব্দুল মান্নান,মোঃ হারুন-অর-রশিদ,মোঃ খায়রুল কবির,মোঃ আব্দুর রাজ্জাক রাজমহলসহ মোট ১৬ জন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহন করেন।
এসময় জেলা প্রশাসক ড,ফারুক আহমেদ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের সেবা পৌছাইয়া দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। আধুনিক ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনসেবা সাধারণ জনগণের দোড়গোরায় পৌঁছে দিতে বর্তমান আওয়ামীলী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জন্মনিবন্ধন থেকে শুরু করে ভূমি খাজনা খারিজের কাজের আনুষঙ্গিক কাজ সহ মাদক প্রতিরোধ, গ্রাম আদালত পরিচালনায় জন প্রতিনিধি চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি ও কাজিপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সিদ্দীকী, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম, নির্বাচন অফিসার মোছাঃ নুুর জাহান খাতুন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ,সদর থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান দুদু প্রমুখ।