শত্রুপক্ষের ‘সুপার এডিটিংয়ের’ শিকার আমি: এমপি নিক্সন চৌধুরীর

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | ৫:০২ অপরাহ্ণ

শত্রুপক্ষের ‘সুপার এডিটিংয়ের’ শিকার আমি: এমপি নিক্সন চৌধুরীর
apps

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে উঠেছে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে।

এ ঘটনা যখন বিভিন্ন গণমাধ্যমে আলোচনার তুঙ্গে, তখন সংবাদ সম্মেলনে ‘পুরো বক্তব্য এডিট করে ছাড়া হয়েছে’ বলে দাবি করলেন এই এমপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, শত্রুপক্ষ আমার বক্তব্য সুপার এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে।’

এ সময় গালিগালাজের বিষয়টি মিথ্যা বলেও দাবি করেন নিক্সন।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের জানান, সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

কে এম নূরুল হুদা বলেন, ‘ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য যে আচরণ করেছেন সেটা কাম্য নয়। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। আইনে যেরকম বিধিবিধান আছে, তার ব্যাপারে আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এতটুকু বলতে পারি।’

Development by: webnewsdesign.com