মেসি, সালাহ ও রোনালদিনহোকে হারিয়ে দুবাইয়ে গ্লোব সকার পুরস্কারে শতাব্দী সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এ অর্জন ফুটবল ক্যারিয়ারে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান রোনালদো। চমৎকার এ আয়োজনে আরও ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো।
দুবাইয়ের ঝলমলে রাতের আকাশে আরও একবার বিজয়ীর বেশে ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৫ বছর বয়সে অর্জনের ঝুলিকে করলেন আরও সমৃদ্ধ। কয়েক দিন আগেই প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে জিতেছিলেন গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড। ৫ বার ব্যালন ডি অর জয়ী তারকা এবার গ্লোব সকারের শতকের সেরা ফুটবলার নির্বাচিত হলেন। এ যাত্রায় রোনালদো হারিয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ ও ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহোকে।
ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন রোনালদো। ৯ বছরের রিয়ালের ক্যারিয়ারে ২৯২ ম্যাচ খেলে করেছেন ৩১১ গোল। ২০০৯ সাল থেকে রিয়ালের চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্তাসে এসেও নিজের দুরন্ত যাত্রা অব্যাহত রেখেছেন সি আর সেভেন। গ্লোব সকারের শতকের সেরা ফুটবলারের দৌড়ে তাকেই বিজয়ীর ট্রফি তুলে দিয়েছেন আয়োজকরা।
পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, এ পুরস্কার আমার ক্যারিয়ারে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রতিটি পুরস্কার আমাকে আরও ভালো খেলার উৎসাহ জোগায়। থেমে যেতে চাই না। এ মৌসুমে আরও অনেক রেকর্ড গড়তে চাই আমি।
কয়েক দিন আগে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রবার্ট লেওয়ানডস্কি। মৌসুমটা দারুণ কেটেছে এই পোলিশ তারকার। বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান কাপ ও বুন্দেসলিগাসহ সব বড় বড় সবকটি পুরস্কার জয়েই সামনে থেকে অবদান রেখেছেন এই তারকা। তাইতো গ্লোব সকারের বছরের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন লেওয়ানডস্কি।
শতকের সেরা ক্লাব নির্বাচিত করা হয়েছে রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ ফুটবলে প্রতি মৌসুমেই সাফল্যের ধারায় উজ্জীবিত লস ব্লাঙ্কোস। লিগ চ্যাম্পিয়নদের হাতেই গেছে তাই শতকের সেরা ক্লাবের স্বীকৃতি। শতকের সেরা কোচ পেপ গার্দিওলা। সেরা এজেন্ট নির্বাচিত হয়েছেন হোর্হে মেন্ডেস।
Development by: webnewsdesign.com