শচীনের নাম ভাঙিয়ে কোচ নিয়োগের অভিযোগ..

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৩:২৭ অপরাহ্ণ

শচীনের নাম ভাঙিয়ে কোচ নিয়োগের অভিযোগ..
apps

ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটে এক বড় তারকার নাম শচীন টেন্ডুলকার। এক কথায় ক্রিকেট ঈশ্বর। লিটল মাস্টার। মাঠ কিংবা মাঠের বাইরে কখনো কোন অভিযোগে যার নাম ওঠেনি। সেই জনপ্রিয় ক্রিকেট তারকার তারকাখ্যাতি এবং নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে এবার।

আর এ অভিযোগ এনেছেন ভারতের ক্রিকেট ইম্প্রুভমেন্ট কমিটির (সিআইসি) চেয়ারম্যান লালচাঁদ রাজপুত।

মুম্বাইয়ের বয়সভিত্তিক রাজ্য দলগুলোয় কোচ, নির্বাচক, ট্রেনার, ফিজিওথেরাপিস্ট নিয়োগ শুরু হয়েছে। আর এই নিয়োগ প্রক্রিয়ায় শচীন টেন্ডুলকারের নাম ব্যবহার করে অনেকেই প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ তোলেন লালচাঁদ রাজপুত। এ বিষয়ে অভিযোগ করে মেইলও করেছেন তিনি।

গেল কয়েকদিনে মুম্বাই ক্রিকেটের কোচের জন্য ২৪ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচক পদের জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তবে তার আগেই শচীনের নাম ভাঙিয়ে প্রার্থীদের পক্ষে সুপারিশ করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযোগ করে বিজয় পাতিলকে ই-মেইলে লালচাঁদ লিখেছেন, ‘আমরা শচীনকে সম্মান ও শ্রদ্ধা করি। কিন্তু তার নাম যত্রতত্র ব্যবহার করে আমাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে, তিনি অনেককেই সুপারিশ করেছেন। কিন্তু সত্যিই যদি শচীনের কোনো সুপারিশ থাকত, তিনি সরাসরি প্রেসিডেন্ট কিংবা সিআইসিকে তা বলতেন। তিনি সবার শ্রদ্ধার পাত্র। আমি নিশ্চিত তার যদি কোনো পরামর্শ বা সুপারিশ থাকে, তাহলে তার কথা বলার পূর্ণ অধিকার তার রয়েছে।’

এদিকে, এ ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ‘মুম্বাই ক্রিকেট এসব কারণেই অধঃপতনের দিকে। জোর খাটিয়ে যেকোনো কিছু আদায় করে নিতে পারে। আমরা সিআইসি সদস্যরা এটা মেনে নিতে পারি না।’

Development by: webnewsdesign.com