চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়ার হলুদিয়ার ফজল করিমের স্ত্রী ছাহারা খাতুন (৪৭), চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুরের ইদ্রিস বেগমের স্ত্রী হোসনা বেগম (৪৫) ও ইউনুস মিয়ার ছেলে মিজানুর রহমান (২৮)।
সোমবার (৩০ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।
এর আগে গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
Development by: webnewsdesign.com