লেবাননের নাহার ইব্রাহিম এলাকায় সড়ক দূর্ঘটনায় তাসলিমা খাতুন নামে এক বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) রাতে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। বর্তমানে তাঁর মৃতদেহ জালা জলদ্বীপের হারুন হাসপাতালের হিমঘরে আছে।
জানা যায়, তাসলিমা খাতুন রাত ৯ টার নাহার ইব্রাহিম এলাকায় কাজ শেষ করে হাইওয়ে পার হওয়ার সময় একটি দ্রুতগতির চলন্ত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাসলিমা খাতুনের গ্রামের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায়।
Development by: webnewsdesign.com