লেডি গাগার কুকুর অপহরণ, ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

রবিবার, ০২ মে ২০২১ | ৩:৫৯ অপরাহ্ণ

লেডি গাগার কুকুর অপহরণ, ৫ সন্দেহভাজন গ্রেপ্তার
apps

জনপ্রিয় গায়িকা লেডি গাগার কুকুর অপহরণ হয়েছে। ঘটনার পর মামলা করেছিলেন লেডি গাগা। লস অ্যাঞ্জেলস পুলিশ ঘটনায় জড়িত থাকা পাঁচ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সম্প্রতি কুকুরদের দেখাশোনার দায়িত্বে থাকা মিস্টার রায়ান ফিশারকে গুলি করে ছিনতাইকারীরা গাগার দুটি ফরাসি বুলডগ নিয়ে পালিয়েছিল। এর মধ্যে জেমস, জেলিন এবং লাফায়েটকে ফিশারকে গুলি করার অভিযোগে অপরদিকে হ্যারল্ড এবং জেনিফারকে গ্রেপ্তার করা হয়েছে হত্যাচেষ্টায় সাহায্য করার অভিযোগে।
এলএ কাউন্টির অ্যাটর্নি জর্জ গ্যাসকন জানান, ‘তাদের কর্মকাণ্ড কতটা জঘন্য তা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এই মামলায় অত্যন্ত গুরুতর অভিযোগ দায়ের করতে যাচ্ছি। আমাদের বিশ্বাস আছে আদালতে অভিযোগটির যথাযথ বিচার করা হবে।’

পুলিশের তথ্য অনুসারে, ‘প্রথমে মনে হচ্ছিল লেডি গাগার শত্রুদের কেউ এই কাজ করেছে। এখন মনে হচ্ছে এটা একটা চুরির ঘটনা। কুকুরগুলো দামি হওয়াতেই এদের ওপর চোখ যায় চোরদের। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে চারজন হলেন গ্যাং সদস্য। যাদের নাম আগে থেকেই তাদের নথিতে রয়েছে।’

Development by: webnewsdesign.com