মাসখানেক আগে ফুটবল মৌসুম ঘোষণা করে এখন লিগ কমিটি পিছুটান দিয়েছে। এক ম্যাচ নিয়ে চ্যালেঞ্জ লিগ, ফেডারেশন প্রিমিয়ার লিগ আয়োজন করার জন্য তারিখ ঘোষণা কমিটি। গতকাল লিগ কমিটি সব খেলার তারিখ পরিবর্তন করেছে। বিশেষ করে চ্যালেঞ্জ লিগ হওয়ার কথা ছিল ১১ অক্টোবর। এই ম্যাচ নিয়ে লিগ কমিটি পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিল।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে চ্যালেঞ্জ লিগের ম্যাচটা আয়োজনের কথা ঘোষণা করেছিলেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। ম্যাচের দিন নিহতদের পরিবার থাকবে মাঠে। নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সেই ম্যাচে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া থাকবেন, সেটিও চূড়ান্ত ছিল। কিন্তু গতকাল অনুষ্ঠিত লিগ কমিটির অনলাইন সভায় সব পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ১৫ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল ফেডারেশন এবং ১৮ অক্টোবর প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। এখন কোনোটাই হচ্ছে না।
আগামী নভেম্বরে লিগ শুরু হবে। সেটি হতে পারে ২০ থেকে ২২ নভেম্বর। সেটাও চূড়ান্ত না। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার শুনিয়েছেন আশার বাণী-হবে হবে সবই হবে। একটু সময় লাগবে।’ বিভিন্ন সূত্রের খবর বাফুফের নির্বাচন ২৬ অক্টোবর। এই সময় কোনো খেলা আয়োজনের দিকে যাচ্ছে না কেউ। অন্যদিকে বাফুফের সদস্য আমের খান জানিয়েছেন ফুটবল মৌসুম শুরু হবে নভেম্বরে। অক্টোবরে হওয়ার কথা ছিল সেগুলো হবে না।
লিগ প্রিমিয়ার লিগের ক্লাবের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পুলিশ ময়মনসিংহে, মোহামেডান ও আবাহনী কুমিল্লায়, ব্রাদার্স ও রহমতগঞ্জ মুন্সীগঞ্জে, ওয়ান্ডারার্স ও ফকিরাপুল গাজীপুর কিংবা মানিকগঞ্জে। এই ভেন্যুগুলোর কথা বলা হলেও ক্লাব কর্মকর্তারা বলছেন কুমিল্লার মাঠের অবস্থা ভালো না। এখনো প্রশাসনের অনুমতি মেলেনি। মুন্সীগঞ্জের মাঠে খেলা হতে পারবে, কিন্তু বিশেষ কারণে সেখানে মিডিয়া এবং সাধারণ দর্শক ঢুকতে পারবে না। এই ভেন্যুর ক্লাবের দাবি এটা নিয়ে শীর্ষ পর্যায়ে কথা বলতে হবে।
গাজীপুরে অনুমতির কথা বলা হলেও সেখানে সমস্যা রয়েছে। লিগ কমিটির চেয়ারম্যানের অধীনে যেসব কর্মকর্তা রয়েছেন তারা ভেন্যুগুলো চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছেন। ক্লাবগুলোর দাবি বড় অঙ্কের বেতন দিয়ে লোকবল রাখা হলেও তারা সঠিক কাজটি সম্পন্ন করতে পারছেন না। তাদের কারণে ফুটবল মৌসুম নিয়ে লেজেগোবরে অবস্থা।
Development by: webnewsdesign.com