লুঙ্গি এনগিডিকে নিয়ে সেঞ্চুরিয়নে রসিকতা!

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ | ৩:১১ অপরাহ্ণ

লুঙ্গি এনগিডিকে নিয়ে সেঞ্চুরিয়নে রসিকতা!
apps

রূপকথার গল্পে কালকে বিভোর ছিল গোটা বাংলাদেশ, টাইগারদের পারফর্ম্যান্সে মুগ্ধ ছিল সেঞ্চুরিয়ন। ঐতিহাসিক এমন সিরিজ জয় গোটা ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছে। তাসকিনের পাঁচ উইকেটের কৃতিত্ব, সাউথ আফ্রিকার ১৫৪ রানে অলআউট হওয়া! তামিম-লিটনের ১২৭ রানের চোখ ধাঁধানো পার্টনারশিপ। সাকিব-তামিম জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যাওয়া। আবার সাকিব, তামিম, রিয়াদ ও মুশফিকের যৌথ ছবিতে মনের অজান্তেই আরেক পাণ্ডব মাশরাফিকে খুঁজে ফেরা।

এতো ঘটনা আর স্মৃতি-বিস্মৃতির মাঝেও আলাদা করে নজর কেড়েছে একটা ছবি। সেঞ্চুরিয়নের গ্যালারিতে বাঙালি পোশাক লুঙ্গি পড়ে দাঁড়িয়ে আছেন তিন জন! তাদের একজনের হাতে জাতীয় পতাকা, সবার গায়েই বাংলাদেশি জার্সি। ঘটনা এ পর্যন্ত স্বাভাবিক।

তবে আসল চমক বাকি দুই জনের হাতে থাকা ব্যানারে। যেখানে আছে সাউথ আফ্রিকান পেইসার লুঙ্গি এনগিডির ছবি। সাথে লেখা, ‘উই লাভ লুঙ্গি’ মানে আমরা লুঙ্গি ভালোবাসি। বাংলাদেশিদের এমন লুঙ্গি প্রেম আর লুঙ্গি এনগিডিকে নিয়ে করা রসিকতার ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়াল থেকে ওয়ালে। তবে এতে লুঙ্গি এনগিডির কী প্রতিক্রিয়া, সেকথা এখনও জানা যায়নি!

Development by: webnewsdesign.com