লিলিয়ানা সেগ্রেকে ফেসবুকে হত্যার হুমকি, গ্রেফতার ৫

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ | ১২:৪৭ অপরাহ্ণ

লিলিয়ানা সেগ্রেকে ফেসবুকে হত্যার হুমকি, গ্রেফতার ৫
apps

হলোকাস্ট থেকে বেঁচে আসা ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের আজীবন সদস্য লিলিয়ানা সেগ্রেকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

ইহুদি ধর্মাবলম্বী লিলিয়ানা সেগ্রের বর্তমান বয়স ৯০ বছর। করোনার টিকা গ্রহণের পর সম্প্রতি ফেসবুকে তার একটি ছবি ভাইরাল হয়। ছবিতে নেতিবাচক মন্তব্য করেন ৫ ব্যক্তি।

লিলিয়ানা সেগ্রেকে কটাক্ষ করে সেই মন্তব্যগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতালীয় পুলিশ তদন্ত করে ৫ জনকে শনাক্ত করেছে।

ইতালির বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

Development by: webnewsdesign.com